প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২২ জন নতুন ডেঙ্গু রোগীর খবর পাওয়া গেছে, যার ফলে এ বছর মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুইজন, সিলেট বিভাগে একজন, ঢাকা বিভাগে সাতজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চারজন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পাঁচজন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২১ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বর্তমানে, সারা দেশে ২১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত বছর, ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই বছরে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ১ লাখ ৪০ জন সুস্থ হয়ে উঠেছিল।