Bangla
7 hours ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩০৮ জন, মৃত্যু নেই

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৮৭ জন, বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ৮৫ জন এবং ময়মনসিংহে ২১ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৫৩ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী।

শেয়ার করুন