প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে চলতি বছর এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭৩ জন। এ পর্যন্ত মোট ৩২ হাজার ৫০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুলেটিনে আর জানানো হয়, মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের বয়স ৪৮, ৪৫ ও ৩২ বছর। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় ঢাকার মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকার একটি বেসরকারি মডার্ন হাসপাতালে এবং অন্যজন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে।