Bangla
6 months ago

২৮ জুন থেকে এনবিআরে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলনে নেমেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। দাবি মানা না হলে আগামী শনিবার (২৮ জুন) থেকে এনবিআরের সব দপ্তরে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ শাটডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়।

দাবি আদায়ের অংশ হিসেবে ওইদিন সকাল ৯টা থেকে চার ঘণ্টার কলম বিরতি পালন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা কাফনের কাপড় পরে এনবিআর ভবনের চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই আগারগাঁওয়ে এনবিআর ভবনে তারা জড়ো হতে থাকেন।

এর আগে গত ২১ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

এদিকে আন্দোলনের মধ্যে আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে হঠাৎ বদলির আদেশ দেওয়া হয়েছে, যা কর্মসূচিতে আরও ক্ষোভের জন্ম দেয়। কর্মকর্তা-কর্মচারীদের দাবি, এ বদলি উদ্দেশ্যপ্রণোদিত ও আন্দোলন দমন করার কৌশল। তারা বলেন, ‘বদলির নামে প্রহসন মানি না’, ‘গোলামির অধ্যাদেশ মানি না’, ‘বদলির নামে জুলুমবাজী বন্ধ করতে হবে’—এই ধরনের স্লোগানে তারা প্রতিবাদ জানিয়েছেন।

এসময় এনবিআর ভবনে নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করে—রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি আলাদা বিভাগ গঠন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। এরপর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এর বিরোধিতা করে কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

শেয়ার করুন