প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাষ্ট্র সংস্কার ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে প্রস্তাবিত ‘জুলাই সনদ’ প্রণয়নে রাজনৈতিক ঐক্য গড়তে দ্বিতীয় দফার আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
কমিশনের সদস্য হিসেবে উপস্থিত আছেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, গণসংহতি, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এর আগে কমিশন প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংসদীয় আসনের সীমানা নির্ধারণসহ একাধিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে।
আলোচনা শেষে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সাংবাদিকদের ব্রিফ করবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।