প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষকের জন্য সুখবর আসছে। হাইকোর্টের রায়ের আলোকে রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পাশাপাশি বাকি প্রধান শিক্ষকদেরও একই গ্রেডে উন্নীত করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শনিবার (৫ জুলাই) অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী হাইকোর্টের রায়ের ভিত্তিতে রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে। অবশিষ্ট প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও এই সুবিধা বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
এই খবরে শিক্ষক মহলে স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়। এতে প্রায় ৩০ হাজার প্রধান শিক্ষক উপকৃত হবেন।
তবে তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত আপাতত রিটকারী ৪৫ জনের জন্য কার্যকর হয়েছে। সব প্রধান শিক্ষকের জন্য এই সুবিধা কার্যকর করা হবে — এমনটাই শিক্ষক সমাজের প্রত্যাশা। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সক্রিয় বিবেচনার ফলে অচিরেই সবাই এই সুবিধা পাবেন।