প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
৪৪তম বিসিএস পরীক্ষায় একই ক্যাডারে পুনরায় সুপারিশ প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
বাসস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
৪৪তম বিসিএস ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ৩০ জুন প্রকাশিত ফলাফলে সম পদে কিংবা পছন্দের তালিকার নিম্নতম পদে পুনরায় সুপারিশকৃতদের সুপারিশ বাতিল করে অধিযাচিত পদগুলোতে উত্তীর্ণ অন্যান্য প্রার্থীদের মেধাক্রম অনুসরণপূর্বক পুনরায় ফলাফল প্রকাশের জন্য করা আবেদন নিষ্পত্তি করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের(পিএসসি) নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না-মর্মে রুল জারি করা হয়েছে।
পাশাপাশি পরবর্তীতে আবেদনকারীদের বিধি মোতাবেক উপযুক্ত ক্যাডার এবং নন-ক্যাডারে শূন্য সেই পদগুলোতে কেন নিয়োগ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীগণ ৪৪তম বিসিএস পরীক্ষার প্রকাশিত ফলাফলে ক্যাডার সম পদে বা পছন্দের তালিকার নিম্নতম পদে পুনরায় সুপারিশকৃতদের সুপারিশ বাতিল করে অধিযাচিত পদগুলোতে উত্তীর্ণ অন্যান্য প্রার্থীদের মেধাক্রম অনুসরণ করে পুনরায় ফলাফল প্রকাশের যে আবেদন করেছেন, তা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস. এম. মাহিদুল ইসলাম সজিব।
তিনি বাসসকে আজ এ কথা বলেন।
তিনি জানান, আবেদনকারীদের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি ক্যাডার পদের বিপরীতে দেশের ইতিহাসে রেকর্ডকৃত ৪ লক্ষ ৭৫ হাজার প্রার্থী আবেদন করে। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ২৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে ১১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে মোট ১১ হাজার ৮০০ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। ফলাফলে ক্যাডার পদে ১ হাজার ৬৯০ জনকে সুপারিশ করা হলেও মৌখিক পরীক্ষার আগে ক্যাডার চয়েজ পূরণের সুযোগ না থাকায় পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে নিয়োগপ্রাপ্ত প্রায় ৮০০ জন প্রার্থী ৪৪ তম বিসিএসে সম পদে কিংবা পছন্দের তালিকার নিম্নতম পদে সুপারিশ প্রাপ্ত হয়েছে। যাদের কারোরই সুপারিশপ্রাপ্ত পদে যোগদানের সম্ভাবনা নেই। যার কারণে দেশের মেধাবী ও যোগ্য শিক্ষিত প্রার্থীদের বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে।
গত ৩০ জুন ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশিত হলে রিট আবেদনকারীরা তাতে সংক্ষুব্ধ হয়ে গত ১৪ জুলাই পিএসসি চেয়ারম্যান বরাবর সম পদে কিংবা পছন্দের তালিকার নিম্নতম পদে পুনরায় সুপারিশকৃতদের সুপারিশ বাতিল করে অধিযাচিত পদগুলোতে উত্তীর্ণ অন্যান্য প্রার্থীদের মেধাক্রম অনুসরণ করে পুনরায় ফলাফল প্রকাশের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো প্রতিকার না পেয়ে, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডার পদ শূন্য না থাকায় মনোনয়ন বঞ্চিত আফজাল হোসেন ও আরও ১০ জন হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন।