প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
৪৪তম বিসিএসে একই প্রার্থীকে দ্বিতীয়বার একই ক্যাডারে সুপারিশ করাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরিস্থিতিতে ‘রিপিট ক্যাডার’ সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
রোববার (১৩ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএসে প্রাথমিকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন ও নন-ক্যাডারে অপেক্ষমাণ ৮ হাজার ২৭২ জনের মধ্যে যারা বর্তমানে কোনো ক্যাডারে কর্মরত, তাদের ২৫ জুলাইয়ের মধ্যে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র বর্তমানে যারা ক্যাডারে কর্মরত, তারাই ফর্মটি পূরণ করবেন। অন্যদের জন্য এটি প্রযোজ্য নয়।
উল্লেখ্য, ৪৪তম বিসিএসের ফলাফলে প্রায় ৪০০ প্রার্থীকে তাদের আগের ক্যাডারেই আবার সুপারিশ করা হয়, যা পদ শূন্য থাকার শঙ্কা তৈরি করেছে। এ পরিস্থিতি এড়াতেই পিএসসি এ পদক্ষেপ নিয়েছে।