প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
পিএসসি সংস্কারসহ ৮ দফা দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের দাবির মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে পিএসসি।
রবিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পিএসসি চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, পরীক্ষার স্থগিতাদেশ ছাড়াও শিক্ষার্থীদের দাবির বিষয়ে ফাওজুল কবির খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে, যা পিএসসি সংস্কারে কাজ করবে।