Bangla
10 hours ago

৫ বছর পর ফের গাড়ি আমদানি শুরু করলো শ্রীলঙ্কা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বৈদেশিক রিজার্ভের ঘাটতির কারণে যানবাহন আমদানিতে পাঁচ বছরের স্থগিতাদেশ দিয়েছিল শ্রীলঙ্কা সরকার। এই আদেশ তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তের পর মঙ্গলবার ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা যানবাহনের প্রথম ব্যাচ কলম্বো বন্দরে পৌঁছেছে। 

বুধবার কলম্বোতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শ্রীলঙ্কার যানবাহন আমদানিকারক সমিতির সভাপতি প্রসাদ ম্যানেজ বলেছেন, প্রথম চালানটি থাইল্যান্ড থেকে এসেছে এবং জাপান থেকে আরেকটি চালান বৃহস্পতিবার হাম্বানটোটা আন্তর্জাতিক বন্দরে পৌঁছানোর কথা আছে। 

শ্রীলঙ্কা সরকার আনুষ্ঠানিকভাবে যানবাহন আমদানির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০২০ সাল থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল। 

স্থগিতাদেশ প্রত্যাহারের প্রাথমিক কারণগুলির মধ্যে একটি ছিল রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি করা এবং মোট দেশজ উৎপাদনের ১৫ শতাংশ ট্যাক্স লক্ষ্যমাত্রা পূরণ করা। 

সংসদে সাম্প্রতিক বাজেট বক্তৃতার সময় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুঢ়া কুমারা দিসানায়েকে বলেন, মোটর গাড়ি আমদানির উদারীকরণ সরকারের রাজস্ব লাভের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বাহ্যিক খাতের স্থিতিশীলতার ওপর কোনো বিরূপ প্রভাব এড়াতে যানবাহন আমদানি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। 

শেয়ার করুন