প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সিলেটের জৈন্তাপুরে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) মধ্যরাতে চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক জুয়েল স্থানীয় বাসিন্দা মো. হুরমত আলির ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদক বিক্রি করতে দেখে জুয়েল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।