Bangla
a day ago

৬৪ জেলায় পলিথিন ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দেশের ৬৪ জেলার সব প্রান্তে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে একটি অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমরা পরিবেশগত মানদণ্ডে ১৮০ দেশের মধ্যে ১৭৯ তম। আমাকে অভিনন্দন জানানো হচ্ছে, যে আমার সময়ে বায়ু দূষণে বাংলাদেশ শীর্ষ হয়েছে। কিন্তু বিগত কয়েক বছর ধরেই বায়ু দূষণে শীর্ষে বাংলাদেশ।’

বায়ু ও নদী দূষণের দায় নিতে পারবেন না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘জলাশয়ে ভরাট আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এটা যদি অভ্যাসে আমরা পরিণত না করতাম, আইন কঠোরভাবে প্রয়োগ করতাম তবে জলাশয় এভাবে ভরাট হতো না।’

দায়িত্ব নেয়ার পর গাজীপুরে দখল হওয়া ৯০ একর বনভূমির মধ্যে ২০ একর উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।

পলিথিন নিষিদ্ধ করার বিষয়ে রিজওয়ানা বলেন, ‘আগে শুনতাম নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয় না কেন। আর এখন শুনতে হচ্ছে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে কেন। ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছি, সব জায়গায় পলিথিন নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।’ 

শেয়ার করুন