Bangla
2 days ago

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ২৭ মিনিটে) এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল মাত্র ২০.১ কিলোমিটার।

ভূমিকম্পের পরপরই আলাস্কার দক্ষিণাঞ্চল এবং আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়।

আলাস্কার পালমার শহরে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং কিছু অঞ্চলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (যা হোমার শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত) থেকে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা কার্যকর থাকবে। 

শেয়ার করুন