আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় থেকে খালাস চেয়ে ১ আসামির আপিল
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি মো. মোর্শেদ হাইকোর্টের রায় থেকে খালাস চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন। ১৯ মে (সোমবার) এ আবেদন করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আজিজুর রহমান দুলু।
এর আগে, চলতি বছরের ১৬ মার্চ হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে ২০ আসামির মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রাখে। এই রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
আবরার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় ১০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে।
আদালতের রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন হয়। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতা বা কর্মী ছিলেন। ৫ জন যাবজ্জীবনপ্রাপ্ত আসামিও একইভাবে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন তার বাবা চকবাজার থানায় মামলা করেন। তদন্ত শেষে মাত্র ৩৭ দিনের মধ্যে পুলিশ চার্জশিট দাখিল করে।
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায় দেন। এরপর আসামিরা হাইকোর্টে আপিল করেন।