প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ মঙ্গলবার (২৯ জুলাই) ।
মঙ্গলবার (২৯ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে, সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রপক্ষ মামলায় অভিযোগ গঠনের আবেদন উপস্থাপন করে। শুনানি শেষে আদালত তা মুলতবি করে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজকের দিন নির্ধারণ করেন।
সোমবারের শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আরও আটজন প্রসিকিউটর। অন্যদিকে, আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন ২১ জন আইনজীবী।