Bangla
6 days ago
আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিপক্ষের শুনানি মঙ্গলবার
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ জুলাই) প্রসিকিউশন পক্ষ থেকে অভিযোগ গঠনের আবেদন শুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি মুলতবি করেন এবং আসামিপক্ষের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় আরও ৮ জন প্রসিকিউটর এবং আসামিপক্ষের ২১ জন আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
মামলায় আনুষ্ঠানিক অভিযোগে ৩০ জনের নাম থাকলেও এদিন কাঠগড়ায় হাজির ছিলেন গ্রেফতার ৬ আসামি। গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়।