
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

আগামী মাসে বাংলাদেশ সফরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজে সাকিব আল হাসানের খেলা বা না খেলা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আফগান সিরিজে সাকিবের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অধিনায়ক ইস্যুতে নাজমুল হোসেন শান্ত'র সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। সেখানে বসেই তিনি জানান যে সাকিব আল হাসান এই সিরিজে খেলবেন না।
এর আগে গতকাল বিসিবির বোর্ড সভার সময়ও সাকিবের বিষয়ে কথা বলেছিলেন ফারুক আহমেদ। তখন তিনি জানিয়েছিলেন, আসন্ন সিরিজে সাকিব খেলার জন্য প্রস্তুত থাকবেন।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সাকিব টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটি খেলে তিনি এই ফরম্যাটকে বিদায় জানাতে চান। একই সঙ্গে তিনি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের আগাম ঘোষণা করেন।
মিরপুরে প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে দেশে আসতে না পারায় পরে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। ফলে তার অবসরের ইচ্ছা পূরণ হয়নি। এ বিষয়ে বিসিবির দায় থাকা নিয়ে আলোচনা থাকলেও ফারুক আহমেদ তা অস্বীকার করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.