Bangla
2 days ago
আফতাবনগরে কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে এ বছরও সেখানে গরুর হাট বসানো যাবে না বলে জানানো হয়েছে।
আজ রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।
এর আগে, ২৫ এপ্রিল আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।