প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাপানে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আগামীকাল মঙ্গলবার (২৭ মে) দিনগত রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।
জাপানের রাজধানী টোকিওতে আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে এই সম্মেলন, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক আয়োজন। সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সূত্র জানিয়েছে, সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও ড. ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার সম্ভাবনাও রয়েছে।