Bangla
2 days ago
আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেবে স্বাস্থ্য সংস্কার কমিশন
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে।
রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বেলা ১১টায় কমিশনের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করবে।
তিনি আরও জানান, প্রতিবেদন জমা দেওয়ার পর একই দিন বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সদস্যদের অংশগ্রহণে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।