Bangla
3 days ago

আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার মেট্রোরেল চলাচলে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (১৩ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনে ট্রেন থামবে না।

জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হচ্ছে বলে ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত শুধু সোমবারের জন্যই নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। 

শেয়ার করুন