প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ শনিবার পাকিস্তান সফরে যাচ্ছেন। ইসলামাবাদে শুরু হওয়া এই দুই দিনের সফর তার প্রেসিডেন্ট হিসেবে প্রথম পাকিস্তান সফর।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরঘাচিও থাকবেন।
সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন।