Bangla
5 days ago

আজ শুরু হচ্ছে এসএসসির ফল রিভিউ আবেদন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ শুক্রবার (১১ জুলাই) থেকে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এই আবেদন নেওয়া হবে ১৭ জুলাই পর্যন্ত।

আবেদন করতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে। প্রতি বিষয়ের জন্য ফি ১৫০ টাকা। মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড, পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয় হলে কোডগুলো কমা দিয়ে আলাদা করতে হবে।

আবেদনের বিস্তারিত নির্দেশনা টেলিটকের ওয়েবসাইট ও শিক্ষা বোর্ডগুলো  ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন