Bangla
2 days ago

আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন কুয়েট শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অনশনের কারণে ইতোমধ্যে ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ২৯ জন এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মেঝেতে তোশক পেতে কেউ শুয়ে, কেউ বসে আছেন, কেউ বই পড়ছেন। পাশে কয়েকটি স্ট্যান্ড ফ্যান রাখা হয়েছে, আর সেন্টারের সামনে প্রস্তুত রাখা হয়েছে কুয়েটের একটি অ্যাম্বুলেন্স।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৩ এপ্রিল হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে প্রবেশ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ফলে খোলা আকাশের নিচে দুই রাত কাটিয়ে ১৫ এপ্রিল তারা নিজ উদ্যোগে তালা ভেঙে হলে প্রবেশ করেন। তবে এরপরও হলে কোনো খাবার, পানি কিংবা ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারও তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যে কারণে তারা অনশনের পথে যেতে বাধ্য হয়েছেন।

শেয়ার করুন