
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

কোটা সংস্কার আন্দোলনে গত ১৫ জুলাই ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো ৩ জনকে নিউ মার্কেট এলাকা থেকে আটক করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা হলেন আসিকুল ইসলাম (৩৭), আমিনুল ইসলাম সুমন (৩৭) ও মো. সোহেল (৩২)।
জানা গেছে, ওই ৩ জনকে আটক করে ঢাকা কলেজের ভেতরে নিয়ে গণধোলাই দেওয়া হয়।
এ সংবাদ পেয়ে নিউমার্কেট থানার পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার এসআই মো. কামাল উদ্দিন।
এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বেশকিছু সময় তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে এক পর্যায়ে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ-যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের হেলমেট পরা পিস্তল হাতে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। তাদের পিস্তল হাতে নিয়ে গুলি করার ফুটেজ ও ছবি আমাদের মোবাইলে আছে।

For all latest news, follow The Financial Express Google News channel.