Bangla
22 days ago

আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল গ্রেফতার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

চট্টগ্রামের আনোয়ারা থানার বরুমচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বরুমচড়া ইউনিয়ন এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসুল ইসলাম চৌধুরী বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদারের বাড়ির মৃত শাহাব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের আসামি করা হয়। এরপর সব চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলেও শামসুল ইসলাম এলাকায় ছিলেন। গেল নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘একটি বিস্ফোরক মামলায় বরুমছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।’

শেয়ার করুন