প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিসিএস (আনসার) ক্যাডারের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) জননিরাপত্তা বিভাগের আনসার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন উপসচিব রাজিব আহমেদ।
বদলি আদেশ অনুযায়ী, মো. আব্দুল সামাদকে রংপুর রেঞ্জ থেকে বদলি করে বরিশাল রেঞ্জে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে মো. আসাদুজ্জামান মনিকে বরিশাল রেঞ্জ থেকে বদলি করে ৮ আনসার ব্যাটালিয়ন, কাকিনাড়া, ঠাকুরগাঁওয়ে পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।