প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারত জানিয়েছে যে তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, সেইসাথে বাংলাদেশে 'গণতান্ত্রিক স্বাধীনতার ক্ষয়' এবং 'রাজনৈতিক স্থান সংকুচিত' হওয়ায় উদ্বিগ্ন।
রয়টার্সের মতে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দ্রুত আয়োজনকে দৃঢ়ভাবে সমর্থন করি।"
সম্প্রতি, কয়েকদিনের বিক্ষোভের পর অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে।
এছাড়া, নির্বাচন কমিশন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করেছে।