Bangla
4 months ago

আপিল বিভাগের দুই বিচারপতির শপথ মঙ্গলবার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতির শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে সোমবার (২৪ মার্চ) দুপুরে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। 

 

শেয়ার করুন