Bangla
3 days ago

আশুরা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।

বৃহস্পতিবার (৩ জুলাই) লালবাগের হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে তিনি জানান, শহরের সব শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বসানো হয়েছে চেকপোস্ট।

৬ জুলাই আশুরার দিন তাজিয়া মিছিলের রুটগুলোতে থাকবে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও পর্যাপ্ত ফোর্স। জনসাধারণকে মিছিলের রাস্তাগুলো এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, মিছিলে পটকা, আতশবাজি, ধাতব ও দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চ আওয়াজ না করা এবং মিছিল সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন