Bangla
2 days ago

আশুরা সত্য ও ন্যায়ের বার্তা বহন করে: ড. ইউনূস

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়।

শনিবার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, হজরত ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীরা অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগ করে ইসলামের মহান আদর্শকে সমুন্নত করেছেন।

তিনি বলেন, আশুরা শুধু বিয়োগাত্মক নয়, ইসলামের ইতিহাসে তা একটি ফজিলতপূর্ণ দিনও। এই দিনে রোজার গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বেশি বেশি নেক আমলের আহ্বান জানান এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করেন।

শেয়ার করুন