Bangla
11 hours ago

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ নেবে: মঈন খান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা বিএনপির বিষয় নয়। 

তিনি বলেন, "আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার সিদ্ধান্ত নিতে পারে।" 

বিএনপির এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলেও জানান তিনি। 

শুক্রবার (৯ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দলের মহাসচিবকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, "এটা জনগণের সিদ্ধান্তের বিষয়। জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে আর কারা করবে না।" 

শেয়ার করুন