আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি দিলেন নাহিদ
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শাহবাগের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে দল-মত নির্বিশেষে জুলাই মাসে সবাইকে এক হওয়ার আহ্বান জানাই। ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবরোধ শুরু হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও সারা দেশ থেকে ঢাকার উদ্দেশে লং মার্চ অনুষ্ঠিত হবে।’
এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে। বিকেল সাড়ে ৪টা ৪০ মিনিট থেকে সেখানে বিক্ষোভকারীদের জড়ো হওয়া শুরু হয়। স্লোগান আর গান নিয়ে শাহবাগ এলাকায় উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।