Bangla
2 days ago

বাড্ডায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর বাড্ডায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), ও তিন মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

প্রতিবেশীরা জানান, রান্নার সময় চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

হাসপাতাল সূত্রে জানানো হয়, দগ্ধদের চিকিৎসা চলছে, এখনও দগ্ধের মাত্রা নির্ধারণ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন