Bangla
a month ago

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন – সিঙ্গাটি গ্রামের মোশাররফ চৌধুরীর ছেলে আজিজুল চৌধুরী (৪০) এবং তার চাচা ইর্ষাদ চৌধুরীর ছেলে মুরসালিন চৌধুরী (৩০)।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কেউ কেউ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, সিঙ্গাটি গ্রামের ইর্ষাদ চৌধুরী ও তার চাচাতো ভাই মাসুম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঈদের দিন কোরবানির মাংস বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে অন্তত ৩২ জন আহত হন।

আহত অবস্থায় আজিজুলকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মুরসালিন মারা যান। দুজনেই ইর্ষাদ গ্রুপের সমর্থক বলে জানা গেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো সহিংসতা না ঘটে। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন