Bangla
a year ago

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৪’ শুরু

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৪’ বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটে রবিবার একযোগে শুরু হয়েছে। আন্তঃবাহনিী জনসংযোগ পরদিপ্তর (আইএসপআির) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয় যা ভবিষ্যতে আরো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। 

মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র‌্যাডার স্কোয়াড্রনসমূহ, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিট এবং আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিটসহ বিমান বাহিনীর সকল সদস্য অংশগ্রহণ করছে। মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল রপ্ত করবে।

উল্লেখ্য যে, বিমান বাহিনীর সকল যুদ্ধাস্ত্র ও জনবল নিয়ে এই যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। 

বাংলাদেশ বিমান বাহিনীর এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) এর বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করছে।

শেয়ার করুন