
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ মে নতুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
আজ ছিল তদন্ত প্রতিবেদন জমার নির্ধারিত দিন, তবে সিআইডি তা জমা না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী এই তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। পরবর্তীতে এই টাকা ফিলিপাইনে স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, দেশের একটি চক্র এই জালিয়াতিতে সহায়তা করেছে।
ঘটনার পর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধিত ২০১৫), তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬-এর ৫৪ ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায়। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

For all latest news, follow The Financial Express Google News channel.