Bangla
5 months ago

বাংলাদেশ মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে নিগার সুলতানার ইতিহাস গড়া সেঞ্চুরি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মাত্র দুই দিন আগে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখেছে বাংলাদেশ। আজই সেই ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করলেন নিগার সুলতানা। তিনি প্রথম শ্রেণির নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন। 

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএল-এর উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে এই কীর্তি গড়েন তিনি। 

গতকাল ৮৫ রানে অপরাজিত থাকা নিগার আজ সকালে জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে ২১৫ বলে তিন অঙ্কে পৌঁছান। শেষ পর্যন্ত তিনি ২৫৩ বলে ২০ চার ও ২ ছক্কায় ১৫৩ রানে অপরাজিত ছিলেন।

শনিবার প্রথমবারের মতো শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এ প্রথম দুই দিনে একাধিক ব্যাটার সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হলেও নিগারই ছিলেন প্রথম সেঞ্চুরিয়ান। প্রতিপক্ষ উত্তরাঞ্চলের ফারজানা হক প্রথম দিনে ৮৬ রানে আউট হন এবং রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচে শারমিন আখতার ৮৮ রানে আউট হন। পরদিন আয়েশা রহমান ৯৪ রানে আউট হয়ে যান। 

শেয়ার করুন