Bangla
5 days ago

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: দ্বিতীয় দিনে বেশ কিছু বিষয় অমীমাংসিত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। দুই দেশের বাণিজ্যের গতিবিধি ও ভবিষ্যৎ দিক নিয়ে তর্ক-বিতর্কে বেশ কিছু বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতার আলাপ হয়েছে, তবে কিছু বিষয় অমীমাংসিতই রয়ে গেছে।

আজ তৃতীয় দিনের আলোচনায় অংশ নেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, যারা যুক্ত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (ভার্চুয়ালি), বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

দ্বিতীয় দিনের আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন একান্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন; আমদানি রপ্তানিও বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতি ব্যক্ত হয় এবং ন্যায্য শুল্ক প্রত্যাশার বিষয়টি উত্থাপন করা হয়।

শেয়ার করুন