বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে: মাহফুজ আলম
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ফেসবুক পোস্টে বলেছেন, ১৯৭১ সালের গণহত্যা ও যুদ্ধাপরাধের প্রশ্নে চূড়ান্ত মীমাংসা করতে হবে। যুদ্ধাপরাধে সহযোগীদের অবশ্যই ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা পুরোপুরি ত্যাগ করতে হবে। পাকিস্তান রাষ্ট্র গণহত্যা চালিয়েছে, এবং তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেও, তাদের সহযোগীরা এখনো অনুতপ্ত নয় বা ক্ষমা প্রার্থনা করেনি।
তিনি আরও বলেন, কোনোভাবে গণহত্যাকে অস্বীকার বা ন্যায্যতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে। জুলাইয়ের সময়কালের মধ্য দিয়ে রাজনীতিতে বিভ্রান্তি ও ষড়যন্ত্র আনা থেকে বিরত থাকতে হবে। যদি সাফ চান, তাহলে স্পষ্ট অবস্থান নিতে হবে।
পোস্টের দ্বিতীয় অংশে তিনি বলেন, মুজিববাদী বামদের ক্ষমার প্রশ্নই আসে না। তারা অতীতে গুম-খুন এবং শাপলা চত্বরে ও মোদীবিরোধী আন্দোলনের সহিংসতায় জড়িত ছিল। তারা এখনো সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে ‘জুলাইয়ের পক্ষের শক্তির’ বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং নানা ষড়যন্ত্র করছে। তবে এই গোষ্ঠী বেশিদিন টিকবে না, কারণ তারা অন্যের কাঁধে ভর করেই টিকে আছে।