Bangla
2 days ago

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট: খরচ বেশি, সুযোগ বিশাল

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার জন্য বিশ্বজুড়ে এক পরিচিত নাম। 

হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে বৈশ্বিকভাবে ইন্টারনেট সেবা সরবরাহকারী এ প্রতিষ্ঠান এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছানো কঠিন, সেখানে স্যাটেলাইটের মাধ্যমে সহজেই ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব। ফলে বাংলাদেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতেও এখন উচ্চগতির ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া যাবে স্টারলিংকের মাধ্যমে।

তবে মূল প্রশ্ন হচ্ছে—এই সেবার খরচ কতটা সাধারণ মানুষের নাগালের মধ্যে? যুক্তরাষ্ট্রে স্টারলিংকের সংযোগ নিতে এককালীন হার্ডওয়্যার খরচ প্রায় ৫৯৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ হাজার টাকা।

বাংলাদেশে এই খরচ অনেকের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে। তবে স্টারলিংক প্রাথমিকভাবে দুটি প্যাকেজ চালু করেছে—‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। প্রথমটির মাসিক খরচ ৬,০০০ টাকা এবং দ্বিতীয়টির ৪,২০০ টাকা। এ ছাড়া যন্ত্রপাতি ও সেটআপ বাবদ ৪৭ হাজার টাকা এককালীন পরিশোধ করতে হবে।

এই সেবার বড় সুবিধা হলো—কোনো স্পিড বা ডাটা সীমা নেই। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা এখনই এই সেবা অর্ডার করতে পারবেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, দেশের যেসব জায়গায় এখনো ফাইবার অপটিক বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে স্টারলিংকের মাধ্যমে ব্যবসায়িক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা নিরবিচ্ছিন্ন, দ্রুতগতির ইন্টারনেট সেবা পেয়ে উপকৃত হবেন।

শেয়ার করুন