প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশের ভবিষ্যৎ কেবল বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি, এবং এসব সমস্যার সমাধান কীভাবে হবে, তা নির্ভর করছে জনগণের কর্মকাণ্ডের ওপর।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস নিয়মিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত এবং এটি বাংলাদেশি আদালতের সিদ্ধান্ত।
ওই ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক সময়ের বিক্ষোভ-প্রতিবাদ, ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক উত্থান, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক দেখানো, এবং মার্কিন ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে ইহুদি-বিরোধী প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকটি দাবি করেন, এসব ঘটনার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা কিংবা ঘনিষ্ঠ ব্যক্তিদের উস্কানি থাকতে পারে।
উত্তরে ট্যামি ব্রুস বলেন, "আমি আপনার প্রশ্ন শুনেছি এবং আপনার উদ্বেগের কদর করি। বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এটি বর্তমানে বেশ কিছু জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ নিয়ে আমরা পূর্বেও আলোচনা করেছি, এবং এখানকার সাংবাদিকদের প্রশ্নের ভিত্তিতেই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি।"