প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস-চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান মন্তব্য করেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের গর্ব হয়ে উঠবে।
আজ শুক্রবার (২৩ মে) রাজধানীর গুলশানে জেডআরএফ কার্যালয়ে আয়োজিত ‘ভার্চুয়াল সায়েন্স ফেয়ার ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বিজ্ঞানের প্রতি তোমাদের যে আগ্রহ, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমরা আশাবাদী, ভবিষ্যতে তোমরা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা মানবজাতির কল্যাণে বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনে অবদান রাখবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান মেলায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের সাফল্য বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনে আগ্রহী শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।