Bangla
2 days ago

বাণিজ্য জোটে যোগদানে বাধা: সুরক্ষা নীতি ও পোশাক নির্ভরতা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রধান অর্থনীতিবিদ অ্যালবার্ট পার্ক বলেছেন যে, বাংলাদেশ বহুপাক্ষিক বাণিজ্য জোটে যোগদানের ক্ষেত্রে প্রধান অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে সুরক্ষাবাদী নীতি এবং পোশাক রপ্তানির উপর অতি নির্ভরশীলতা।

সম্প্রতি ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ৫৮তম এডিবি বার্ষিক সভার ফাঁকে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে অনিচ্ছুক নয়। বরং দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি গঠনের পথে প্রধান বাধা।

দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে পার্ক বলেন, বাংলাদেশে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ওপর গুরুত্ব দিতে হবে।

চার দিনব্যাপী এই বার্ষিক সম্মেলনে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন, যা ৭ মে শেষ হয়।

পার্ক বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল খোলা বাণিজ্য ও বিনিয়োগ চর্চার মাধ্যমে বৈশ্বিক মূল্য শৃঙ্খলে অংশগ্রহণ করে ব্যাপকভাবে লাভবান হয়েছে।

তবে এখন অঞ্চলটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি—যেমন ট্রাম্পের শুল্কনীতি, ভূরাজনৈতিক উত্তেজনা, সুরক্ষাবাদের উত্থান এবং জলবায়ু পরিবর্তন, মহামারি ও অন্যান্য বৈশ্বিক ঝুঁকি।

"এই প্রেক্ষাপটে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে এবং এর বাইরেও আন্তঃসীমান্ত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ, যাতে স্থিতিস্থাপকতা গড়ে তোলা যায় ও বাহ্যিক ঝুঁকি প্রশমিত করা যায়," বলেন তিনি।

বাংলাদেশের গড় আমদানি শুল্ক ২৭ শতাংশের বেশি, যা বৈশ্বিক গড়ের প্রায় তিন গুণ। এমনকি স্বল্পোন্নত দেশের (এলডিসি) মধ্যেও এটি ব্যতিক্রমভাবে বেশি।

বিশ্বব্যাংকের তথ্যের ভিত্তিতে করা এক সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, গড় শুল্ক হার নিম্ন-আয়ের দেশে ১১ শতাংশ, নিম্ন-মধ্যম-আয়ের দেশে ৭ শতাংশ, উচ্চ-মধ্যম-আয়ের দেশে ৫ শতাংশ এবং উচ্চ-আয়ের দেশে ৩ শতাংশ।

২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার উচ্চ শুল্ক হার যৌক্তিক করার উদ্যোগ নিয়েছে, কারণ তখন অনেক বাজারে বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারাতে পারে।

এদিকে এই নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান), ব্রিকস ও আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) সহ বিভিন্ন জোটে যোগ দেওয়ার পদক্ষেপ নিয়েছে। 

শেয়ার করুন