প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রোববার (১৬ মার্চ) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন এখনও সম্ভাবনার তুলনায় কম। উভয় দেশেই রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন যে, বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হলে উভয় দেশই উপকৃত হবে। এ সময় তিনি বাংলাদেশে কৃষি ফার্মিং খাতে ইরানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেন, ইরান বাংলাদেশের একটি ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। সংস্কৃতি, ধর্ম ও ভাষাগত সাদৃশ্য দুই দেশের জনগণের মধ্যে শক্ত বন্ধন সৃষ্টি করেছে, তবে বাণিজ্যিক সম্পর্ক এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। তিনি জানান, এখন ইরান বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আরও আগ্রহী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং ইরান দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক সচিব মাহমুদ খোশরাভি।