
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

কক্সবাজারের বাঁকখালী নদীতে গোসল করতে নেমে মাহিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে সদরের খরুলিয়া দক্ষিণ মিঠাছড়ী খেয়াঘাট সংলগ্ন নদীতে গোসল করতে নামার পর হঠাৎ নিঁখোজ হন মাহিন। পরে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে অনেক খোঁজাখুঁজি ও নদীতে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহিন খরুলিয়া ঘাটপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দীন।
তিনি জানান, খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে দীর্ঘক্ষণ পর নদীতে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.