Bangla
3 days ago

বেজার নির্বাহী সদস্য হলেন নজরুল ইসলাম

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নতুন নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম।

রোববার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তিনি বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনীতে তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণ সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বেজায় যুক্ত হওয়ার পর মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত পাঁচটি অর্থনৈতিক অঞ্চলকে নির্ধারিত সময়সীমার মধ্যে বিনিয়োগবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন। এ অঞ্চলগুলো হলো—চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল এবং জাপানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

নির্বাহী সদস্য হিসেবে তার যোগদানের ফলে বেজার পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতিশীলতা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছে সংস্থাটি। 

শেয়ার করুন