Bangla
5 days ago

বেনাপোল কাস্টমস হাউস শুক্রবারও খোলা: আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নির্দেশে বেনাপোল কাস্টমস হাউস খোলা রাখা হয়েছে। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে সৃষ্ট আমদানি-রপ্তানি প্রক্রিয়ার জট নিরসনে এবং নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনবিআরের নির্দেশনার ফলে, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার এইচএম শরিফুল ইসলাম জানিয়েছেন, অফিস খোলা থাকলেও, সপ্তাহান্তের কারণে ব্যবসার পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। তবে, শনিবারও কাস্টমস হাউস খোলা থাকবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।

এনবিআর বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে জানায় যে, অ্যাসাইকুডা সিস্টেমের ধীরগতির কারণে সাম্প্রতিক সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করতে সাপ্তাহিক ছুটির দিনগুলিতেও কাস্টমস পরিষেবা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানিয়েছেন, "শুক্রবার বন্দরের কার্যক্রম চালু ছিল এবং ভারতীয় ট্রাক থেকে আমদানি করা পণ্য খালাস করা হচ্ছে। যে কোনও আমদানিকারক তাদের পণ্য খালাস করতে চাইলে প্রয়োজনীয় সুবিধা দেওয়া হবে।"

এই পদক্ষেপের মাধ্যমে দেশের ব্যবসায়ী ও আমদানিকারকদের জন্য কাস্টমস পরিষেবা অব্যাহত রাখতে সহায়ক হবে। 

শেয়ার করুন