Bangla
7 months ago

বগুড়ার শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফাইল ছবি।
ফাইল ছবি।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বগুড়ার শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (৩০ মে, ২০২৫) বিকেল ৫ তার দিকে শেরপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে (খেজুরতলা, পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন) এই কর্মসূচি সম্পন্ন হয়।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

anambba@gmail.com

শেয়ার করুন