Bangla
2 days ago

বগুড়ায় চেতনানাশক দিয়ে ইজিবাইক চুরি, চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বগুড়ার শেরপুরে চাঞ্চল্যকর ইজিবাইক চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ এপ্রিল উপজেলার মহিপুর বারইপাড়া এলাকায় চেতনানাশক ওষুধ খাইয়ে এক ইজি বাইক চালকের ছেলেকে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ চুরি হওয়া দুটি ইজিবাইক ও চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার ইদলপুর গ্রামের মো. আসাদুল ইসলাম (২৭), বগুড়া জেলার গাবতলী থানার লাঠিগঞ্জ সারোটিয়া গ্রামের ওয়াহেদুল ইসলাম (২৯), বগুড়া সদর থানার মালতিনগর এলাকার ফিরোজ উদ্দিন (৩০) এবং ধুনট থানার নান্দিয়ারপাড় (পূর্বপাড়া) গ্রামের মিন্টু মেকার (৪০)। পুলিশ জানায়, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকা থেকে ইজি বাইক চুরি করে মিন্টু মেকারের কাছে বিক্রি করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রথমে শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা হাই স্কুলের সামনে থেকে চুরি হওয়া ইজিবাইকসহ আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ওয়াহেদুল ইসলাম ও ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিও উদ্ধার করা হয়। এরপর ধুনট থানার সোনাহাটা বাজার এলাকা থেকে মিন্টু মেকারকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আরও একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শেরপুর উপজেলার মহিপুর বারইপাড়া গ্রামের ইজিবাইক চালক লাভলু মন্ডলের ছেলে শামীমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে চেতনা নাশক খাইয়ে তার ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় লাভলু মন্ডল শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এসআই রকিব হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত আসাদুল, ওয়াহেদুল ও ফিরোজ একটি আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে মিন্টুর কাছে বিক্রি করত এবং মিন্টু সেই চোরাই ইজিবাইকগুলো অন্যত্র বিক্রি করতেন। পুলিশ ধারণা করছে, এই চক্রের সাথে আরও অনেকে জড়িত থাকতে পারে এবং তাদের আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,আমরা এই সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে দুটি চুরি হওয়া ইজিবাইক ও একটি সিএনজি উদ্ধার করেছি। উদ্ধারকৃত যানবাহন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

anambba@gmail.com 

শেয়ার করুন